অস্ট্রেলিয়ায় বাড়িতে অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে সিঙ্গেলটন এলাকার একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়।
অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। তারা বাড়িটি থেকে ১১ বছরের এক বালকের অগ্নিদগ্ধ লাশ ও তার ৫ বছরের দুই বোনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের দু’জনেরও মৃত্যু হয়।
এছাড়া প্রতিবেশীরাও বাড়িটি থেকে ৮ বছর বয়সী এক কণ্যা শিশু ও ৩১ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে। তীব্র ধোঁয়া ফুসফসে প্রবেশ করায় তারা বর্তমানে বেশ শ্বাসকষ্টে ভূগছে। এছাড়া তাদের শরীরে পোড়া ক্ষতও রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কর্মকর্তা চ্যাড গিলিস বলেন, আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা এসে দেখেন যে প্রতিবেশীরা হোজপাইপ দিয়ে বাড়িটির আগুন নেভানোর চেষ্টা করছেন। বাড়িটিতে মোট ছয়জন লোক বসবাস করতো।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।