৯০ কেজি ওজনের যুবকের চাপে বৃদ্ধের মৃত্যু
নিজের বাড়ির বাইরেই ঠেলাগাড়ির ওপর শুয়ে ছিলেন ৬০ বছরের এক বৃদ্ধ। আচমকাই বজ্রপাত! তিন তলার ছাদ থেকে এক যুবক আচমকাই পড়ে গেলেন নিচে। তার ভারে মৃত্যু হলো ঠেলা গাড়ির ওপর শুয়ে থাকা বৃদ্ধের।
ভারতের উত্তর দিল্লির সরাই রোহিল্লাতে এ ঘটনা ঘটে।
বাড়ির ছাদ থেকে পড়েও ছোট একটি ফ্র্যাকচার এবং চোখের ওপরে সামান্য কেটে যাওয়া, এর চেয়ে বেশি ভোগান্তি হল না রবিন্দরের। কিন্তু ৯০ কেজি ওজনের রবিন্দর মদন লালের ওপর এসে পড়ায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মদন লালকে মৃত ঘোষণা করা হয়।
ময়নাতদন্তে জানা গেছে বুকের পাঁজর ভেঙে যায় তার। একই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।
পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) নূপুর প্রসাদ জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
Please follow and like us: