শ্যামনগরে অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণে সংবাদ সম্মেলন
আজ ২৫ জুন, ২০১৯ বিকাল ৩.৩০ মিনিটে অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারসিক’র আ লিক সমন্বয়কারী পার্থ সারথী পাল। বক্তব্যে তিনি বলেন, “দক্ষিণ কোরিয়ার কাংগান জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইকো-পিস লিডারশীপ সেন্টার থেকে ১১তম ইপিএলসি ফেলোশিপ পেয়েছেন বারসিক এর পরিচালক পাভেল পার্থ। তিনি সুন্দরবন অঞ্চল সহ দেশব্যাপী অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণে কাজ করেছেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে এই কাজটি একেবারে নতুন এবং এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
এই ফেলোশিপের মাধ্যমে উপকূলীয় এলাকায় অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণে অচাষকৃত উদ্ভিদের প্লট তৈরি, পাড়া মেলা, রান্না প্রতিযোগিতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অভিজ্ঞতা বিনিময় সফর, হারবেরিয়াম সীট তৈরি এবং আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এছাড়া অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণের জন্য তিনটি সংরক্ষক দল গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা বাহাউদ্দীন বাহার, রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান, চম্পা রানী মল্লিক, মারুফ হোসেন মিলন, বারসিক’র লিয়াজো অফিসার আল ইমরান সহ গনমাধ্যম কর্মী বৃন্দ।