লিডার্স এর উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ
উপজেলায় এনজিও সংস্থার লিডার্স এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় leader’s এর নিজস্ব কার্যালয় কৃষকদের মাঝে লবণ খরা ও সহনশীল ধানের বীজ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক লিডার্স এর সভাপতি বাবু বিধস্যভা মন্ডল,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর দোলন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, লিডার্স এর কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শ্যামনগর আতরজান মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মালবেন্দ্র দেবনাথ, সুজাতা রানী মিস্ত্রি , রনঞ্জিত বর্মণ,রুহুল কুদ্দুস, সুকুমার বৈদ্য, সাবেক ছাত্রনেতা মুজিবুল হক সহ লিডার্স এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা ৩৪০ জন কৃষককে বিনা মূল্যে ধানের বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা লবণ ও খরা সহনশীল উন্নয়ন ধানের বীজ সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন এবং কৃষকদেরকে লবণ ও খরা সহনশীল ধান বীজ বপন করে কৃষি খাতে উন্নয়ন করার তাগিদ প্রদান করেন।