আশাশুনির বড়দলে শিক্ষার্থীদের বাই সাইকেল ও খেলার সামগ্রী বিতরণ
আশাশুনি বড়দলে শিক্ষার্থীদের বাই সাইকেল ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অরোরা এন্টারপ্রাইজের সহযোগীতায় এডিপির অর্থায়নে মঙ্গলবার দুপুরে বড়দল কলেজিয়েট স্কুলে দরিদ্র ও মেধাবী মেয়েদের মধ্যে এ বাই সাইকেল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. মো. শিহাব উদ্দিন, দাতা সদস্য মো. রফিকুল ইসলাম সানা, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমানসহ আরও অনেকে।
এ সময় বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুরাইয়া খাতুন, টুকটুকি মন্ডল, বন্ধনা মিস্ত্রি, পূর্ণিমা মন্ডল ও প্রিয়াঙ্কা মণ্ডলকে বাই সাইকেল তুলে দেওয়া হয়। পরে এ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়দল কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা।