সাতক্ষীরা শহরের মাগুরায় আবারো চুরি
আবারো চুরির ঘটনায় আতংকিত হয়েছে পড়েছে সাতক্ষীরা শহরে মাগুরা এলাকার মানুষ। গত ২৩ জুন গভীর রাতে আবারো মাগুরা দাশ পাড়ার সঞ্জয় কুমার রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সে সময় চোরের প্রায় ৭লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।এঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বাড়ির মালিক সঞ্জয় কুমার রায় জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষে তারা ঘুমাতে যান। ভোর টার দিকে ঘুম ভেঙে দেখেন তার বাড়ীর ঘরের দরজা এবং সিড়ির দরজা খোলা ঘরের বিভিন্ন জিনিস পত্র ছড়ানো ছিটানো। রাতের কোন এক সময় একটি সংঘবদ্ধ চোরের দল তাদের বাড়ি ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ৬ লক্ষ ৭২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত মাসেও মাগুরা, নারকেলতলা, কাটিয়া এলাকায় পর পর কয়েকটি চুরির ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতেই আবারো এধরনের চুরির ঘটনা শহরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
দৈনিক সাতক্ষীরা/এসকে এফ