কলারোয়ায় পুলিশি অভিযানে পরোয়ানাভুক্ত আসামি সুজন গ্রেফতার
কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জি আর ২০/১৮ মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সুজন মোড়ল (২৭) কে গ্রেফতার করা হয়েছে ।
রোববার রাত ২টার দিকে উপজেলার ছলিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন ওই গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।
থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নিদের্শনায় খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে ছলিমপুর গ্রাম থেকে আদালতের পরোয়ানাভুক্ত জিআর ২০/১৮ মামলার আসামি সুজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
দৈনিক সাতক্ষীরা/এসকে এফ
Please follow and like us: