কলারোয়ায় অপহরণকারী আটক, অপহিৃতা উদ্ধার
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় এক যুবক আটক হয়েছে। এসময় পুলিশ অপহৃতাকে উদ্ধার করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-কলারোয়া উপজেলার খোরদো স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী (১৫ ) কে অপহরনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রোববার (২৩ই জুন) রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই রইচ উদ্দিন ও এএসআই শেখ মোস্তাক আহম্মদসহ সংগীয় ফোর্সের সহায়তায় অপহরণকারী হাবিবুর রহমান (২২) কে সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গার বলাডাঙ্গা থেকে আটক করা হয়। সে কলারোয়া উপজেলার মাদরা গ্রামের আ: মজিদের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-সোমবার সকালে অপহরনকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা/এসকে এফ
Please follow and like us: