রেকর্ড গড়েও টাইগারদের হার
নিজেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৮ রানের পরাজয় মানতে বাধ্য হয় টাইগাররা।
তবে এই হারের মাঝেও একটি রেকর্ড থেকে শান্তনা পেতেই পারে টিম বাংলাদেশ।
কি সেই রেকর্ড? আজকের খেলায় ৩৩৩ রান করার মধ্য দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৩০। এই বিশ্বকাপেই করা রেকর্ডটি ভাঙ্গতে বেশিদিন সময় নিলোনা টাইগাররা। অস্ট্রেলিয়ার সঙ্গে করা ৩৩৩ রানই এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান।
এছাড়া রিয়াদ, সাকিবের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম।
হেরে গেলেও এখনো সেমির আশা শেষ হয়ে যায়নি বাংলাদেশের। বাকী যে কটা খেলা রয়েছে এর সব ম্যাচ জিতলে সমীকরণের হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখনো রয়ে গেছে। সে আশাতেই থাকবে ভক্তরা।