ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ
সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাপী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শ্যামনগর-কালিগঞ্জ সড়কের পিরোজপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাপী কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বাপী মোটরসাইকেল যোগে কালিগঞ্জের দিকে যাওয়ার পথে পিরোজপুর মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়। এরপর সদর হাসাপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।