জেনে নিন চশমা পরিষ্কারের সহজ উপায়!
অনেকেই চোখের সমস্যার কারণে চশমা ব্যবহার করে থাকে। আবার অনেকে চোখের উপর চাপ কমাতেও চশমা ব্যবহার করেন। কিন্তু বিভিন্ন কারণে চশমা ময়লা হয়ে যায়। আর সঠিক পরিচর্যা না হওয়ার ফলে চশমা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ঘরেই অল্প সময়ে পরিষ্কার করে ফেলুন চশমাটি সহজ কিছু উপায়ে। চলুন জেনে নেয়া যাক উপায়গুলো-
বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ। এছাড়া কম্পিউটার স্ক্রিন ক্লিনার কিংবা গাড়ির গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন চশমার গ্লাস।
টুথপেস্ট
আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। এবার নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।
পানি
চশমা পরিষ্কার করার জন্য প্রতিদিন অন্তত একবার ১০ মিনিট ধরে পানিতে চশমা ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে নোজ প্যাডে ঘষে নিন। নরম শুকনো সুতি কাপড় কিংবা পুরোনো গেঞ্জি ব্যবহার করে চশমার লেন্স মুছে ফেলুন। এতে চশমা ঝকঝকে থাকবে এবং বেশি দিন টিকবে।