কলারোয়ায় ইয়াবাসহ মাদক সম্রাট জাকির আটক
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার কাঁদপুর গ্রামের আনছার আলীর ছেলে। শুক্রবার সকালে কলারোয়া থানার এএসআই মোস্তাক আহম্মেদ জানান- বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাঁদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে সেলিমের বাড়িতে মাদক বেচা কেনার সময় জাকির হোসেনকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস জনান-আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us: