বিশ্বকাপের মাঝেই বিরাটকে ডিভোর্স দেবেন অনুশকা
বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। যখন লাভবার্ড ছিলেন তখনো তারা ভাইরাল ছিলেন। আর বিয়ের পরেও তারা একইরকম ভাইরালই রয়েছেন। আফগানিস্তান ম্যাচের ঠিক আগে লন্ডনের রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা যায় এই হট দম্পতিকে।
এদিকে বিশ্বকাপের মধ্যেই ক্রিকেটারদের সঙ্গে উবর্শীর নাম জড়িয়ে শিরোনাম তৈরি হয়েই চলেছে। হার্দিক পান্ডিয়াকে ভারত-পাকিস্তান ম্যাচের পাসের জন্য জ্বালাতন করার পর তিনি আবার বিরাটকে নিয়ে শিরোনামে এসেছেন।
বিশ্বকাপের মধ্যে চুটিয়ে লন্ডনে ঘুরছেন উর্বশী। তিনি ওয়াক্স মিউজিয়ামে বিরাটের মূর্তির সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় দেন। আর স্বাভাবিকভাবেই ভাইরাল সেই পোস্ট।
এদিকে, নায়িকার সেই ছকিতে মন খুলে মন্তব্য করেছেন নেটিজেনেরা। তাদের একটা বড় অংশের বক্তব্য, এমন জড়িয়ে ধরার কারণে এবার বিরাটকে ডিভোর্স দেবেন আনুশকা।
Please follow and like us: