বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত স্টয়নিস
বিশ্বকাপে আজকে বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের।
ওভালে ভারতের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন স্টয়নিস। খেলতে পারেননি পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দলের পরের দুই ম্যাচে। তার ‘কাভার’ হিসেবে মিচেল মার্শকে উড়িয়ে আনে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল। অনুশীলনে স্টয়নিস নিজের সর্বোচ্চটা দিচ্ছেন বলে জানান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
এখন পর্যন্ত প্রতিযোগিতায় নিজেদের ৫ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
Please follow and like us: