বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত তিন পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুধবার রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত লিপু উপজেলার পিলকুনি এলাকার শামসুল হকের ছেলে। তিনি মাদক ও ডাকাতি মামলার আসামি।

আহতরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনামুল হক, এসআই কামরুল ইসলাম, কনস্টেবল নাদিম।

ওসি এনামুল হক বলেন, লিপুকে গ্রেফতারের পর তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে যাই। দাপা বালুর মাঠের কাছে লিপুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে সহযোগীরা। এ সময় তারা আমাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আমরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। এ সময় লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)