দেবহাটায় সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে কর্মশালা
দেবহাটায় খাসজমি ও জলমহাল বন্দোবস্ত এবং সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যমকর্মী ও সুধী সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার পারুলিয়াস্থ উত্তরন সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা ভূমি কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তরণের সাতক্ষীরা জেলা মনিরুল ইসলাম। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, উত্তরণের সাতক্ষীরা জেলা সহযোগী প্রকল্প সমন্বয়কারী বিলকিস খাতুন, উত্তরণ দেবহাটা কেন্দ্র ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংবাদিক এ্যসোসিয়েশনের সভাপতি সুজন ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশীদুল আলম, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও কুলিয়া প্রেসক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রভাষক রাজু আহম্মেদ, সুমন বাবু, দিপঙ্কর বিশ্বাস, লিটন ঘোষ বাপ্পী, সজল ইসলাম, আবির হোসেন লিয়ন, ভূমিহীন সংগ্রাম কমিটির নেতা ফয়জুল ইসলাম, ইয়াদ হোসেন, উত্তরণের ফিল্ড ফ্যাসিলিটেটর শিরিনা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।