দেবহাটায় এনডিডি বিষয়ক কর্মশালা
দেবহাটায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যবিলিটিজ বিষয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় দেবহাটা কলেজ হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালাটিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী। এসময় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যবিলিটিজ বিষয়ে বিষদ আলোচনা করা হয়।