সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
“ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিকস সাংবাদিকদের নিয়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যনার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ অল কাফী, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ২২ জুন সাতক্ষীরা জেলার দুটি পৌরসভা ও সাতটি উপজেলায় মোট ২ হাজার ৩১ টি টিকাদান কেন্দ্র থেকে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৩৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৬ হাজার ১৮৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।