কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ
কলারোয়া শিশু ল্যাবরেটরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সকাল সাড়ে ৯ টায় স্কুল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া বিআরডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী কেঁড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টুর অর্থায়নে পরিচালিত ‘আরাফাত-জয়’ বৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দে, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্যাহ আল মামুন, পারভেজ কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।