আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নিন্দা
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম ও কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আইয়ূব হোসেন রানা, সহ-সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমিন হোসেন, প্রচার সম্পাদক বাপন মিত্র, নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সদস্য উত্তম কুমার দাশ, তপন বিশ্বাস, সত্যরঞ্জন সরকার, জিএম আজিজুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, মাসুম বাবুল, আসাদুজ্জামান মুকুল, আবুল হাসান, বিএম আলাউদ্দীন, এসএম শাহিন আলম ও তারিকুল ইসলাম প্রমুখ।