আশাশুনির খাজরায় সুশীলনের “ক্ষমতায়ন” প্রকল্পের মাসিক কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে সলিডারিটিস ইন্টারন্যাশনাল ও সুশীলনের উদ্যোগে ক্ষমতায়ন প্রকল্পের মাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে খাজরা ইউনিয়ন পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয়ান ইউনিয়নের সহায়তায় সলিডারিটিস ইন্টারন্যাশনাল ও সুশীলনের উদ্যোগে আয়োজিত এ মাসিক কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলন এর ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারী টিপু সুলতান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা সমন্বয়কারী দেবরঞ্জন দেবু,খাজরা ইউনিয়নের ক্ষমতায়ন প্রকল্পের প্রত্যেকটি গ্রুপের সভাপতি,সম্পাদক,অর্থবিষয়ক সম্পাদকসহ সাধারন সদস্য।
সাতক্ষীরা জেলার আশাশুনি,তালা ও সাতক্ষীরা সদর নিয়ে সুশীলনের ক্ষমতায়ন প্রকল্প চালু আছে।খাজরা ইউনিয়নে পনেরটি গ্রুপ নিয়ে কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারী টিপু সুলতান বলেন,আমরা এই গ্রুপের সদস্যদের মাসিক টাকা সঞ্চয়,কৃষি পণ্য উৎপাদনের বিস্তারিত তথ্য সরবরাহ করে থাকি। যাতে তাদের জীবনমান উন্নয়ন হয়।