আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা
আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
‘আসুন বায়ু দূষণ রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে পরিষদ সড়কের পাশে লেকের সাইটে একটি বৃক্ষ রোপন করা হয়। সবশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,ফরেষ্টার আমজাদ হোসেন, শিক্ষক আনিছুর রহমান, ছাত্রী সায়মা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পিআইও সোহাগ খান, সমবায় অফিসার করিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আব্দুল গফফার ও গীতা থেকে পাঠ করে পিয়া চক্রবর্তী।