সাতক্ষীরার জনপ্রিয় নেতা আলাউদ্দীন হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে
বিশিষ্ঠ আওয়ামীলীগনেতা,দৈনিক পত্রদূত সম্পাদক,সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দীনের ২৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে পাটকেলঘাটা আলাউদ্দীন স্মৃতি সংসদের উদ্যোগে সস্মরণ সভা বুধবার পাটকেলঘাটা শহীদ সম আলাউদ্দীন চত্বরে অনুষ্ঠিত হয়। আলাউদ্দীন স্মৃতি সংসদের সভাপতি শেখ আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আল হাজ্ব নজরুল ইসলাম,তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , আলাউদ্দীন কন্যা লায়লা পারভীন সেজুতি,জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ আব্দুস সামাদ,তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাষ্টার শেখ আব্দুল হাই, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বর, মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী,জেলা কৃষকলীগের সহ সভাপতি সম আতিয়ার রহমান, জাসদ কেন্দ্র কমিটির সদস্য ওবায়েদুস সুলতান বাবলু,তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, ওয়ার্কাস পাটির নেতা আদিত্য মল্লিক, সম আক্তারুল আলম,শেখ মারুফ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘবছর পর যদি বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়,সাতক্ষীরার জনপ্রিয় নেতা আলাউদ্দীন হত্যার বিচার অবশ্যই হবে। জনপ্রিয় এই নেতার বিচারের জন্য প্রয়োজনে আন্দোলন করতেও আমরা প্রস্তুত। বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন বিচার বভাগের স্বাধীনতা আছে বলে বিচার বিলম্বিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়ে জাতি যেমন কলঙ্ক মুক্ত হয়েছে। আলাউদ্দীন হত্যার বিচার করে সাতক্ষীরা বাসিকে কলঙ্ক মুক্ত করতে হবে।