ভূমিহীন নেতা বাবুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসের পিয়ন নাছিমুল কর্তৃক সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুর পক্ষে স্ত্রী মোছা: হোসনেয়ারা খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন আমার স্বামী সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। গত ১৮ মে‘ ১৯ মঙ্গলবার দুপুরে শাহীনা পারভীন নামের একজন সদস্যের জমি মিউটেশন নং দেখার জন্য সাতক্ষীরা সদর ভূমি অফিসের বড় নায়েব কান্তি লালের কাছে যাই। সেটি দেখার জন্য নেটের কাগজটি দিলে তিনি আমার স্বামীকে তার অফিসে বসতে বলেন এবং বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্যার আপনাকে দেখা করতে বলেছেন। এরপর কান্তি লাল চলে যান কাগজ আনতে কিন্তু তিনি আর ফিরে আসেননি। কিছু সময় পর সদর এসিল্যান্ডের পিয়ন নাছিমুল আকস্মিকভাবে এসে আমার স্বামীকে বলে, তোর নাম বাবু না, তোকে এডিসি রাজস্ব স্যার ডেকেছে, বলেই আমার স্বামীর জামার কলার ধরে টানা হেছড়া করতে থাকে, জামার কলার ধরে টানতে টানতে এসিল্যান্ড অফিসের সামনে নিয়ে যায় এবং তাকে লাি ত করে। সে সময় স্থানীয় জনতা তার হাত থেকে তকে ছাড়িয়ে নিলেও তার পকেটে থাকা ৭,০০০/- হাজার টাকা কেড়ে নেয় পিয়ন নাছিমুল।
সে অসহায় ভূমিহীনদের অধিকার আদায়ের জন্য কাজ করে। অন্যদিকে পিয়ন নাছিমুল একজন দুর্নীতিবাজ, ঘুষখোর ব্যক্তি। জমির মিউটেশনের নোটিশের জন্য সরকারের পক্ষ থেকে টাকা নেওয়ার কোন কথা না থাকলেও নাছিমুল প্রত্যেকের কাছ থেকে দুইশত টাকা জোরপূর্বক আদায় করে। অনেক সদস্য দুইশত টাকা দিতে না পারায় তাদের স্বাক্ষরও করতে দেইনি। এবিষয়ে কয়েকদিন পূর্বে কেন এভাবে টাকা নেওয়া হবে এর প্রতিবাদ করলে নাছিমুল আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়। তার এই অবৈধভাবে অর্থ উপার্জন বন্ধ হওয়ায় সুযোগ বুঝে অফিসের মধ্যে তাকে হামলা ও লাি ত করে নাসিমুল।
সদর ভূমি অফিসের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ঘুষ দুর্নীতির সাথে জড়িত। নাসিমুল তাদের মধ্যে একজন। নাসিমুলের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে ইতোপূর্বে স্থানীয়সহ জাতীয় দৈনিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও বহাল তবিয়তে রয়েছে সে। এঘটনা সদরের ভূমিহীন নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে তীব্রক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ঘুষখোর দুর্নীতিবাজ পিয়ন নাসিমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভূমিহীনরা ছাড় দেবে না। কঠোর আন্দোলনের মাধ্যমে নাসিমুলসহ দুর্নীতিবাজদের সাতক্ষীরা থেকে তাড়ানো হবে।
এ ব্যাপারে তিনি ওই দুর্নীতিবাজ পিয়ন নাসিমুলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।