বুধহাটা বাজারে অবৈধ স্থাপনা অপসারণ
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। বুধহাটা গ্রামের তাহাজ্জেত দু’ প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাজারের মিষ্টি (পাটালি-গুড়) চান্নির মুখে চা স্টল বসিয়ে ব্যবসা করে আসছিলেন। পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতে তিনি স্টলের স্থানে পাকা ইটের গাঁথনি দিয়ে ঘর নির্মান করেন। খাস জমিতে এবং চান্নিসেডে যাতয়াতের পথ বন্ধ করে স্থায়ী ঘর নির্মান করায় নোটিশ প্রাপ্তির সাথে সাথে ঘর ভেঙ্গে নেওয়ার জন্য ৯ জুন নোটিশ প্রেরন করেন। নোটিশ প্রাপ্তির পরও তিনি ঘর সরিয়ে নেননি।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকাররম হোসেন নিজে ঘটনাস্থানে গিয়ে ঘর ভেঙ্গে নেওয়ার কথা বললেও মানা হয়নি। বাধ্য হয়ে তিনি ১৭ জুন সরেজমিন গিয়ে ঘর ভেঙ্গে নিতে বললে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার মঙ্গলবার ঘটনাস্থানে গিয়ে ব্যবসায়ী তাহাজ্জেতকে ঘর ভেঙ্গে নিতে বলেন এবং ঘরের মধ্যে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্ব-সম্মানে স্থানান্তরের কথা বললে তিনি (তাহাজ্জেত) ছবি সরিয়ে নেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা ভেঙ্গে অপসারণ করা হয়। সাথে সাথে প্রতিবন্ধী পরিবারের প্রতি প্রশাসনের সহানুভুতির কথা উল্লেখ করে খাস জমি পেতে বা ব্যবসার জায়গা পেতে জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করতে বলেন। এসময় এসি (ল্যান্ড) অফিসের সার্ভেয়ার বাবলু রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকাররম হোসেন, উপ সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।