আশাশুনিতে পুলিশী অভিযানে ৭ আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই বিল্লাল হোসেন শেখ অভিযান চালিয়ে জিআর-৬৭/১৮ আসামী কুড়িকাহুনিয়া গ্রামের মৃত নূর মোজহাম্মদ মোড়লের পুত্র নুরুল আমিনকে গ্রেফতার কারেন।
এএসআই জাকির হোসেন পৃথক অভিযানে সিআর-৩৬/১৭ আসামী মনিপুর গ্রামের বাবর আলি গাজীর পুত্র ইকরামুল হোসেনকে, এএসআই মাহাবুব হাসান জিআর-৬৭/১৮ আসামী নওয়াপাড়া গ্রামের মৃত আবু বক্তর সরদারের পুত্র নাজিম হোসেনকে, এএসআই নাজিম হোসেন জিআর-৪৫/১৪ আসামী খাজরা গ্রামের কোরবান মোল্যার পুত্র আলাউদ্দীন মোল্যাকে, এএসআই মোল্যা সোহেল ওয়ারেন্ট মূলে আসামী দাদপুর গ্রামের বাকা সরদারের পুত্র বাবু সরদারকে, এএসআই মিলন হোসেন সিআর-৫৪/১৯ আসামী আগরদাড়ী গ্রামের নাজিমুদ্দিন সরদারের পুত্র নয়নকে এবং এএসআই পূর্নানন্দ হরি সিআর-৭২/১৮ আসামী মোকামখালী গ্রামের মৃত কওছার সরদারের পুত্র রেজাউল সরদারকে গ্রেফতার করেন।