আশাশুনির খাজরায় মাল্টা লেবুর বাণিজ্যিক চাষ শুরু
আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদ ঘেষে সবুজ ছায়ানীড়ে অবস্থিত খাজরা ইউনিয়নের এক নং ওয়ার্ড এর খাজরা গ্রাম। গ্রামটির চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এমনি এক গ্রামে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মাল্টা লেবু চাষ।
খাজরা গ্রামের মৃত ফজর আলী সানার পুত্র রাজ্জাক সানা (৪০) তার সাড়ে তিন বিঘা জমির উপর গড়ে তুলেছে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ বৃক্ষ।
বর্তমানে তার বাগানে আছে মাল্টা লেবু উনিশটা,বিলেত খেজুর গাছ চল্লিশটা,চায়না নারিকেল সাতটি,দরিয়ান বিশটি,বিদেশী আমের জাত পঞ্চাশটি। এছাড়াও সুপারি,কাচা ঝাল,বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকেন।
কৃষক রাজ্জাক সানা বলেন আবহাওয়া ভাল থাকলে সব ফসল ভাল উৎপাদন হয়। ব্যবসায় লাভ হয়। তিনি আরও বলেন এবার তিন লক্ষ টাকা ব্যয়ে মাল্টা লেবুসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেছি।ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম বলেন,আমি নিজেই ওই বাগান পরিদর্শন করেছি। খুবই ভাল উদ্যোগ। আমরা তাকে সব সময় সাহায্য সহযোগিতা করবো।
আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান বলেন,খাজরায় এমন ফলের চাষ হচ্ছে আমরা জানতে পেরেছি। আমরা কৃষক রাজ্জাক সানাকে কৃষি তথ্য দিয়ে সহযোগিতা করে যাবো।