রান পাহাড়ে অজিরা
বিশ্বকাপের ২০তম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি শ্রীলংকা। ভালো শুরুর পর সেই ধারা অব্যাহত রেখে বড় স্কোর গড়েছে অস্ট্রেলিয়া। অজি রানের তোড়ে যেন উড়ে গেছে লংকান বোলিং। ফলে ৩৩৪ রানের বিশাল রান পাহাড়ের চাপায় এখন শ্রীলংকা।
নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৩৩৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক করুনারত্নে। লন্ডনের ওভালে স্থানীয় সময় সকাল ১০.৩০ এবং বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শুরু থেকে দেখে খেলতে থাকেন ওয়ার্নার ও ফিঞ্চ। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮০ রান। ডি সিলভার বলে ওয়ার্নার ২৬ রানে ফেরার পর খাজাও টিকতে পারেননি বেশিক্ষণ। সিলভার বলেই ১০ রান করে ফেরেন তিনি।
এরপর ১৭৩ রানের বড় জুটি গড়েন স্মিথ ও ফিঞ্চ। ১৫৩ করে ফিঞ্চ আউট হওয়ার পর আর কেউ বেশিক্ষণ টিকতে পারেননি।
স্মিথ করেন ৭৩ রান। যাওয়া-আসার মধ্যে থাকা অজিরা বড় স্কোর পায় ম্যাক্সওয়েলের ঝড়ো ৪৬ রানের ইনিংসে।
লংকানদের হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার উদানা। এছাড়া ডি সিলভাও ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩৩৪/৭
ফিঞ্চ ১৫৩, স্মিথ ৭৩ ।
ডি সিলভা ৪০/২, উদানা ৫৭/২