অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক পাঠাগার’র সৌজন্যে বই বিতরণ
অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক পাঠাগার এর সৌজন্যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত বই, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সাহিত্যের বই সহ বিভিন্ন লেখকের বই বিতরণ করা হয়েছে। গতকাল দিনব্যাপী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক পাঠাগার এর আহবায়ক, এমপি অ্যাম্বাসেডর ও আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফুর নেতৃত্বে সাতক্ষীরা জেলা প্রশাসক, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা অফিসার ইনচার্জ, আশাশুনি উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, মসজিদের ঈমাম সাহেবদের সংগঠন ঈমাম পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং সাধারণ জনগণের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত বই, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সাহিত্যের বই সহ শতাধিক বিভিন্ন লেখকের বই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন ইসলাম, কৃষকলীগ নেতা আবু হাসান, বিশিষ্ট ব্যবসায়ি খালেকুজ্জামান খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণত সম্পাদক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার, সাবেক ছাত্রনেতা মাষ্টার শামীমুজ্জামান পলাশ, মোস্তাফিজুর রহমান, ইয়াসির আরাফাত পরাগ, শামীম হোসেন বুলেট, ওহিদুল্লাহ কামাল, বিল্লাল হোসেন বিল্লু, গৌরাঙ্গ সেন, রঞ্জন মণ্ডল, ঈতু খান, মামুন জোয়ার্দার সহ প্রমুখ।