সাতক্ষীরায় শিশুদের যৌননির্যাতন প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা
সভায় সভাপতি তিনি তার বক্তব্যের বলেন, ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে আমাদের শিশুরা ক্রমান্বয়ে ধ্বংশের দিকে এগিয়ে যাচ্ছে যা থেকে সুরক্ষা দিতে না পারলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ইন্টারনেটের ভাল মন্দ দিকগুলো আমাদের শিশুদেরকে ভালভাবে বুঝাতে হবে, খারাপ অপশনগুলো পরিত্যাগ করে ভাল শিক্ষনীয় অপশন ব্যবহারে তাদের আগ্রহ বাড়াতে হবে,তারা যত বেশী ভাল অপশন ব্যবহার করবে ততবেশী তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে । সেকট প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: সফিউল হক তার আলোচনায় বলেন, চাইল্ডরাইটস ডিফেন্ডার ফোরামের সদস্যবৃন্দরা যারা কমিউনিটিতে শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে তারা শিশুদের অনলাইনে নানান ধরনের নির্যাতনের বিষয়ে ও জেন্ডার বেস সহিংসতা রোধে আরও জোরাল ভূমিকা রাখবে এবং কার্যক্রমকে আরও গতিশীলতা আনায়নে সচেষ্ট হবে। শিশু নির্যাতন আইন, পর্নোগ্রাফি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, সেইসাথে নারী নির্যাতন তথা বাল্য বিবাহ, শিশু পাচার, অনলাইনে শিশু যৌন নির্যাতন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সকলে শিশুদের ইন্টারনেটের অপব্যবহার রোধে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে জোরালো আশ্বাস প্রদান করেন ।