শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ খলিলুর রহমান
আবারও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোঃ খলিলুর রহমান অধ্যক্ষ, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজ, সাতক্ষীরা সদর – কে শেরে বাংলা গোল্ডেন এ্যায়ার্ড – ২০১৯ ও সনদ প্রদান হয়েছে।
কলেজ সূত্রে জানা যায় – “আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন,” ৫০, পুরানা পল্টন, রুমানা ম্যানশন ( ৭ ম তলা) , ঢাকা – ১০০০ এর উদ্যােগে গত ২৪ মে ২০১৯ শুক্রবার বিকাল ৪.০০ টায় বাগিচা চাইনিজ রেষ্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার, ৪২/১/গ, তানাকা টাওয়ার, সেগুনবাগিচা , ঢাকায় ” মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য ” শীর্ষক আলোচনা সভা, শেরে বাংলা গোল্ডেন এ্যায়ার্ড – ২০১৯ ও সনদ প্রদান এবং ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুস সালাম মামুন বাংলাদেশ সুপ্রিমকোর্ট, প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ ভাইস চ্যাজ্লর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পীরজাদা শহিদুল হারুন অতিরিক্ত সচিব, অর্থমন্ত্রণালয়, ম্যাজুষ্ট্রেট আল হাজ্ব রোকন – উদ – দৌলা অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্যারিষ্টার মোঃ জাকির হোসেন চেয়ারম্যান, আইএনবি সংবাদ সংস্থা, কবি মোঃ নুরুল ইসলাম বিপিএম এডিশনাল এস পি আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরেজমিনে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সাথে কথা বলে জানা যায় – জুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অনুকূলে সভাপতি ( আলোকিত মানুষের জন্য ” ফাউন্ডেশন, ৫০, পুরানা পল্টন, রুহানা ম্যানশন ( ৭ ম তলা), ঢাকা – ১০০০ ) কর্তৃক গত ২৫- ০৪ -২০১৯ ইং তারিক চিঠি মারফত অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ” শেরে বাংলা
গোল্ডেন এ্যাওয়ার্ড ” প্রদানে মনোনিত করা হয়েছে বলে অবহিত করা হয় এবং গত ২৪ মে ২০১৯ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৪.০০ টায় তিনি এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন- শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই শক্তি।আমার এলাকা তথা দেশের সর্বত্র ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক। এ লক্ষ্যে আমি ১৯৯৭ সালে এলাকার সুধীজন, সচেতনমহল, সকলকে নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান ( কলেজ ) প্রতিষ্ঠা করি কিন্তু এ পথে ছিল অনেক বাধা -বিপত্তি, প্রতিবন্ধকতা। সকল প্রতিকূলতা পেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজ।কলেজের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় -ঝাউডাঙ্গা কলেজকে নিজ হাতে গড়েছেন অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। আজ ঝাউডাঙ্গা কলেজ ডিগ্রী পর্যন্ত এমপিও ভুক্ত, এখানে আছে কারিগরি শাখা, ৯ টি বিষয়ে অনার্সসহ মাস্টার্স প্রক্রিয়াধীন। এ সবই অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষানুরাগের ফসল। উল্লেখ্য যে, তিনি ইতিপূর্বে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যায়ার্ড ও লাভ করেছেন । অধ্যক্ষের এই অর্জনে আমরা ঝাউডাঙ্গা কলেজ পরিবার গর্বিত ও আন্দন্দিত।
Please follow and like us: