‘মা বাবার জন্য আমি জীবন দিয়েচি’
সাতক্ষীরার শ্যামনগরে বুধবার বিকেলে নিজ ঘর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খাদিজা খাতুন ঈশ্বরীপুরের শ্রীফলকাটি গ্রামের দিনমজুর নজরুল ইসলামের মেয়ে।
ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট শোকর আলী বলেন, ঘরের দেয়ালে চক দিয়ে লেখা ছিল- ‘মা বাবার জন্য/ আমি জীবন দিয়েচি/ এই মা-বাবা কষ্ট দেতিচি/ আমার মা বাবা খারাপ।’ লেখাটি দেখে রহস্যের সৃষ্টি হয়েছে।
ওই ওয়ার্ডের মেম্বার আব্দুস সোবহান ঢালী বলেন, মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। দেয়ালের লেখাটিও খাদিজার কি না, তা কেউ নিশ্চিত করতে পারেনি।
শ্যামনগর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, বিকেল ৪টার দিকে খাদিজাদের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি তার ঘরের বাঁশের আড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিলো। শরীরে কোনো ধরনের আঘাত ও ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
মৃত্যুর কারণ অনুসন্ধানে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।