মমতাকে হত্যার হুমকি, মাথার দাম এক কোটি
ভারতে দ্বিতীয় দফা ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার ভাঙার চক্রান্ত করছে বিজেপি। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলেছেন।
একই সঙ্গে আরো একটা মারাত্মক ঘটনা গোটা রাজ্যের জাতীয় রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। অভিযোগ উঠেছে, মমতা বন্দ্যেপাধ্যায়কে খুন করার ছক কষা হয়েছে। তার মাথার দাম ধরা হয়েছে ১ কোটি টাকা।
মমতা বন্দ্যেপাধ্যায় কিছুদিন আগে এক সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, যে কোনো দিন তাকে খুন করা হতে পারে। তাকে মারতে সুপারি কিলার নিয়োগও করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেছিলেন, আমাকে খুন করে বলা হতে পারে এটা একটি দুর্ঘটনা। আমি তাদের বলতে চাই, মৃত্যুকে আমি ভয় পাই না।
জানা গেছে, তৃণমূল সাংসদের কাছে মমতাকে হত্যার জন্য ওই ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে একটি চিঠি এসেছে। এদিকে তাকে খুন করার ছক কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরামবাগের এমপি অপরূপা পোদ্দার এই চিঠি পাওয়ার পর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, চিঠিতে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর শব্দ উল্লেখ করা ছিল।
তিনি বলেন, ওই চিঠির সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবিও ছিল। রাজবীর কিল্লা নামে একটি নাম লেখা ছিল। একটি মোবাইল নম্বরও তার পাশে দেয়া ছিল।
এই বিষয়ে শ্রীরামপুরের পুলিশ কর্মকর্তা অম্লান ঘোষ বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তা খতিয়ে দেখছি। কে এই চিঠি পাঠিয়েছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে চিঠি দেয়া এবারই প্রথম নয়। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।