ক্ষুধার্ত বাঘের সামনে দুর্বল সিংহ, জিতবে কে?
এবারের ক্রিকেট বিশ্বকাপে অনেক আশা নিয়ে ইংল্যান্ডে গিয়েছে বাংলাদেশ। সেমিতে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। তবে তিন ম্যাচের মধ্যে মাত্র এক জয়ে সেমির পথ কিছুটা কঠিন হয়ে গেছে। এমতাবস্থায় মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে আহত সিংহের মুখোমুখি হচ্ছে জয়ের ক্ষুধায় থাকা টাইগাররা।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০.৩০ এবং বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
নিজেদের খেলা তিনটি করে ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দুই আর শ্রীলংকার তিন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভালো শুরুর পরেও নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে টাইগাররা। টুর্নামেন্টে ফিরতে হলে জয়ের বিকল্প নেই মাশরাফী বাহিনীর সামনে। সে লক্ষ্যে বিগত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে পুরো দলই।
এদিকে আফগানিস্তানের সাথে রোমাঞ্চকর জয়ের পর পাকিস্তানের মুখোমুখি হয়েছিল শ্রীলংকা। তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় করুনারত্নের দলকে।
শ্রীলংকা দলের বড় সুবিধা তাদের কোচ হাথুরুসিংহে বাংলাদেশ দলের সাবেক কোচ । একইসঙ্গে হাথুরুসিংহে বাংলাদেশ দলের প্রত্যেকের দুর্বলতা ভালোভাবে জানেন। এছাড়া নিদাহাস ট্রফির পর থেকে দুদেশের দর্শক পর্যায়ে রাইভালিটি তৈরি হয়েছে, যা এই খেলার ক্রেজ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। তাই মাইন্ডগেমের একটি ব্যাপার থাকবে ম্যাচজুড়েই। তবে সব উত্তেজনা শেষ করে দিতে পারে বৃষ্টি। আবহাওয়া পুর্বাভাস অনুযায়ী সম্পূর্ন ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ দলে আসতে পারে বেশ পরিবর্তন। সাইফউদ্দিনের জায়গায় রুবেলের দলে ঢোকার সম্ভাবনা বেশ জোরালো। ব্যর্থতার পরেও মিথুনের আরো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
নুয়ান প্রদীপ অনুশীলনের সময় আঘাত পাওয়ায় নিশ্চিত পরিবর্তন আসতে চলেছে লংকান একাদশে। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন স্পিন অলরাউন্ডার জীবন মেন্ডিস।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, এঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, সুরাংগা লাকমল, লাসিথ মালিঙ্গা ।