সাতক্ষীরা প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত
শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সামাদ, সাতক্ষীরা প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, সদস্য রেহেনা পারভীন, শিল্প আক্তার, চাঁদনী খাতুন, নুর জাহান খাতুন, ছকিনা খাতুন, মোঃ রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, গোলাম মোস্তফা জাহিদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিভিন্ন সময় সমাজসেবা কর্মকর্তাদের ঘুষ না দেওয়ার অপরাধে প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদকে সংগঠন থেকে সরানোর জন্য কর্মচারীর মাধ্যমে অফিসের মালমাল, মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এব্যাপারে আদালতে একটি মামলা চলমান। চুরি হওয়া মালামাল বর্তমানে সমাজসেবা অধিদপ্তরে আছে। এই মালামাল উদ্ধার, ঘুষখোর দুর্নীতিবাজ সমাজসেবার কয়েকজন কর্মকর্তাকে অপসারণ, সমাজসেবা কর্তৃক ষড়যন্ত্র মূলক ও মিথ্যা প্রতিবেদন বাতিল, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ২০১৩ এর ২১, ২৩ ধারা অনুযায়ী জেলা উপজেলা কমিটি গঠন সহ প্রতিবন্ধী বিষয়ক সকল কমিটিতে প্রতিবন্ধী স্ব-সংগঠনকে অন্তর্ভুক্ত করা এবং ২০১৪ হাতে ২০১৭ পর্যন্ত প্রতিবন্ধী সনাক্তকরণ বাতিলসহ ৭ দফা দাবি ঘোষণা করেন। এছাড়া উক্ত বিষয়ে আগামী সপ্তাহে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়।