আশাশুনির গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত
মানুষকে সেবা কর,সমাজকে সেবা কর এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই হাজার পনের সাল থেকে হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের আবহমান গ্রাম বাংলার সুন্দরবনের কূল ঘেঁষে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে গদাইপুর সমাজ কল্যাণ সংস্থা।
গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থাটির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
মামুন হোসেন ও মাছুদুর রায়হান প্রিন্স এর যৌথ উপস্থাপনায় মিঠুন হোসেন মিঠুর পরিচালনায় অনুষ্ঠান সূচীর মধ্য ছিল পবিত্র কোরআন তেলাওয়াত,স্বাগত বক্তব্য,কৃতি সংবর্ধনা,আমন্ত্রিত অতিথিদের বক্তব্য,প্রধান অতিথি,বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্য,দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী প্লাবন শিল্পগোষ্ঠীর সমন্বয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফারুক হুসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আট নং খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস,এম শাহনেওয়াজ ডালিম,বিশেষ অতিথি ছিলেন রুহুল কুদ্দুস মোল্ল্যা,মঞ্জুরুল ইসলাম মোল্ল্যা,রইছ উদ্দীন গাজী,আব্দুস সামাদ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি তার বক্তব্যে বলেন,আমাদের এই প্রতিষ্ঠানের মূল কাজ মানবতার সেবা করা,সামাজিক মূল্যবোধ সৃষ্ঠি করা। তিনি আরও বলেন সমাজের শিক্ষা পরিবেশের উন্নয়ন,রক্তদান কর্মসূচী,মাদক ও ইভটিজিং প্রতিরোধ,জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন সামাজিক কাজে সংগঠনটি সাফল্য অর্জন করেছে।
সর্বশেষ কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কৃতি শিক্ষার্থী হিসাবে সংবর্ধনা দেওয়া হয় আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত আলামিন হোসেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে সংস্থাটির সকল সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন।