ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
সিরাজগঞ্জগামী গাড়িগুলো সঠিক গতিতে না চলায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার থেমে থেমে যানজট হচ্ছে।
মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে মির্জাপুরের পাকুল্লা অংশে এ যানজট সৃষ্টি হয়।
গাড়ি চালক নাজমুল মিয়া বলেন, মহাসড়কে গাড়ির প্রচুর চাপ। ফলে সকাল থেকে মির্জাপুরের পাকুল্লা থেকে টাঙ্গাইলের বাঐখোলা আসতে আমার প্রায় তিন ঘন্টা সময় লেগেছে। যা অন্য সময় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতো।
যাত্রী আবু রায়হান বলেন, আমি ঢাকা থেকে বগুড়া যাচ্ছি। টাঙ্গাইলের অংশে যানবাহন থেমে যাচ্ছে। টাঙ্গাইলের রাবনা থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত আসতে তিন ঘন্টা সময় লেগেছে। যেখানে দশ মিনিট সময় লাগতো।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন বলেন, গতকালের তুলনায় আজ গাড়ির বাড়তি চাপ বেশি রয়েছে। ফলে থেমে থেমে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জগামী গাড়িগুলো সঠিক গতিতে না চলায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, সোমবার (৩ জুন) সকাল ৬ টা থেকে আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৫ হাজার ২৭১ টি গাড়ি পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৯৬০ টাকা।