সাতক্ষীরা প্রেসক্লাবে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
সাতক্ষীরা প্রেসক্লাবে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী হামলায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ সিনিয়র সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের যৌথ উদ্যোগে রবিবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। বৃষ্টির মধ্যে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ৩০মে বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসী হামলার ঘটনা খুবই ন্যাক্কারজনক। সাংবাদিকদের আভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়। বক্তারা হামলার শিকার সাংবাদিকদের সুস্থতা কামনা ও হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ারব হোসেন, কলারোয়া রিপোর্টস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কে.এম আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া নিউজের সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা প্রমুখ।