আশাশুনির হাজ্বী আলেয়া আমজাদ মাদ্রাসায় হেফজ্ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ী ও সার্টিফিকেট প্রদান
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন খালিয়া গ্রামে দুই হাজার আট খ্রীঃ তারিখে কয়রার জায়গীরমহলে খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের প্রফেসর আলহাজ্ব সোলাইমান সানার একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় দ্বীনি প্রতিষ্ঠান,কোরআন শিক্ষার বিদ্যাপিঠ হাজ্বী আলেয়া আমজাদ মাদ্রাসা।
প্রতিষ্ঠা লগ্ন থেকে এ মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হচ্ছে। নূরানিয়া ও হেফজ্ বিভাগ নিয়ে প্রতিষ্ঠানটি পথচলা শুরু।
প্রতি বছরের ন্যায় এবারও ছাব্বিশে রমজান ইফতার এর পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেনের সভাপতিত্বে হাফেজ রিয়াজুল ইসলামকে পাগড়ী ও সার্টিফিকেট তুলে দেন মোত্তালেব হোসেন মনি।
পাগড়ী ও সার্টিফিকেট প্রকান কালে আরো উপস্থিত ছিলেন আব্দুল মজিদ,ফিরোজ সানা,নুরআলী গাজী,মাওঃ ফয়জুল্লাহ,মাওঃ নেয়ামত উল্লাহ প্রমুখসহ আরো অনেকে।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সোলাইমান।
সভাপতি বলেন ধীরে ধীরে আমাদের দ্বীনি প্রতিষ্ঠান অনেক উন্নতি লাভ করেছে। তিনি এলাকাবাসীর কাছে অনুরোধ করেন নতুন ছাত্রদের জায়গীর রাখার জন্য।