সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ
সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে সাড়ে তিনশ গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, চিনি, লুঙ্গি, শাড়ি ও একজন দুস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে গরীব ও দুস্থ মানুষের হাতে এই ঈদ সামগ্রী তুলেদেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাংগঠকি সম্পাদক ডা: জিয়াউর রহমান, ডি.বি. ফ্রেন্ডস স্পটিং ক্লাবের সহ-সভাপতি লোকমান হোসেন, ব্রহ্মরাজপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তনুপ সাহা।
এসময় ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মমিনুর রহমান বলেন, পৃথিবীতে মা সব থেকে মূল্যবান সম্পদ তাই আমি আমার মাকে ভাল বেসে মায়ের প্রতি শ্রদ্ধা ও মায়ের সীমাহীন ভালবাসার বহি:প্রকাশ হিসাবে গরীব ও দুস্থ মানুষ যারা অসহায় অবহেলায় জীবন যাপন করে, যাদের দেখার কেও নেই তাদের অন্তত ঈদের দিনটা যেন অন্য সবার মত আনন্দে কাটাতে পারে সে বিষয়টা বিবেচনা করে ২০১০ সাল থেকে ‘মা’ ফাউন্ডেশনের মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি।
তিনি আরও বলেন, প্রতিবছর একজন অসহায় মাকে স্বাবলম্বী করার জন্য একটি সেলাই মেশিন দিয়ে থাকি। যাতে অসহায় মা তার বাচ্চাদের নিয়ে আর দশ জনের মত স্বাভাবিক জীবনযাপন করতে পারে।