ভাষা সৈনিক লায়লা নূর মারা গেছেন
কারা নির্যাতিত ভাষা সৈনিক ও ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক প্রফেসর লায়লা নূর শুক্রবার সকালে মারা গেছেন। তাকে নগরীর গাজীবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।
তার নাতি গোলাম জিলানী জানান, মঙ্গলবার রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন লায়লা নূর। পরে তাকে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
প্রফেসর লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় ১৯৫৫ সালে গ্রেফতার হয়ে ২১ দিন কারাভোগ করেন। ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগ দিয়ে ১৯৯২ সালে অবসরে যান তিনি। ২০১৪ সালের অনন্যা শীর্ষ দশ নারী পদক পান লায়লা নূর।
Please follow and like us: