মালয়েশিয়াগামী ৫৮ রোহিঙ্গা উদ্ধার, দুই দালাল আটক
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে বৃহস্পতিবার রাতে সমুদ্রপথে মালয়েশিয়াগামী ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় দুই দালালকে আটক করা হয়েছে।
আটক দালালরা হলেন, টেকনাফের নাইট্যংপাড়ার মোহাম্মদ রশিদের ছেলে মো. রুবেল, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিব উল্লাহ ছেলে উমর ফারুক।
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট জোসেল রানা জানান, রোহিঙ্গাদের মধ্যে ২৮ জন পুরুষ, ২০ জন নারী ও ১০ জনই শিশু। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ট্রলারে করে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল দালালরা। খবর পেয়ে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। ট্রলারটি কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে আনা হচ্ছে।
লেফটেন্যান্ট জোসেল রানা আরো জানান, তিন মাসে মালয়েশিয়া পাচারের সময় চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ৬২৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় ২৫ দালালকে আটক করা হয়েছে।