টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা ডন সাইফুলসহ নিহত ২
কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার রাতে পুলিশ ও বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ডন হাজী সাইফুলসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ ও দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।
নিহত সাইফুল টেকনাফ সদর ইউপির শীলবনিয়া পাড়ার ডা. হানিফের ছেলে সাইফুল করিম। আরেক জনের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, এসআই রাসেল আহমেদ, কনস্টেবল মো. ইমাম হোসেন, কনস্টেবল সোলাইমান, ল্যান্স নায়েক মো. জহিরুল ইসলাম, সিপাহি জাব্বিরুল।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সাইফুল করিমকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, নাফ নদীর পাড়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান মজুদ করা হয়েছে। তাকে নিয়ে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পালটা গুলি ছুঁড়লে তিনি পালাতে গিয়ে নিহত হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, ৯টি এলজি, ৪২ রাউন্ড কার্তুজ, ৩৩ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি প্রদীপ কুমার দাস আরো জানান, আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাইফুল করিম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ছিলেন।
টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির বিশেষ টহলদল গফুর প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাফ নদী থেকে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এক লাখ ১০ হাজার ইয়াবা, একটি ধারালো কিরিচসহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।