সখিপুর ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন
দেবহাটার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রকাশ্য বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস। উক্ত বাজেট অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জন্য ইউনিয়নের সার্বিক উন্নয়নে ১ কোটি ৯৫ লক্ষ ৮৫ হাজার ৩০২ টাকার বাজেট প্রকাশ্যে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পরিষদের সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য রেহানা ইসলাম, আলফাতুননেছা, আরতী রানী ঘোষ, মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।