শ্যামনগরে হরিণের চামড়া সহ শিকারি আটক
শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হরিণের চামড়া সহ রমজান আলী সরদার (২২) নামে এক শিকারিকে আটক করেছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি-চোদ্দরশি সড়ক হতে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নুর কামালের নেতৃত্বে পুলিশ দল তাকে আটক করেন। তিনি পাতাখালী গ্রামে আব্দুল হামিদ সরদারের ছেলে।
এসআই নুর কামাল জানান, হরিণের চামড়া পাচারের খবর নিশ্চিত হয়ে তার নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে রমজানকে আটক করা হয়। এসময় তার কাছে রক্ষিত ব্যাগ হতে একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান সুন্দরবনে হরিণ শিকারের কথা স্বীকার করেছে।
শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতকে বন্য প্রাণী হত্যা আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us: