বড়দল ইউনিয়ন পরিষদে প্রকাশ্য বাজেট ঘোষণা
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করা হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে ২ কোটি ৯ লক্ষ ৯৮ হাজার ৭৬৮ টাকার (সংশোধনী বাজেটসহ) বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ আঃ জলিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. মোঃ শিহাবুদ্দিন, বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। অনুষ্ঠানে ইউপি সদস্য জি এম আঃ রশিদ, হাফেজ রুহুল আমিন, আঃ কাদের, জি এম মফিজুল ইসলাম, দিলীপ কুমার সানা, শিক্ষক মাওঃ হাবিবুর রহমান, হেমেন্দ্র নাথ প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ ও মেম্বারবৃন্দ বিগত দিনে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের ব্যাপক সফল কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং বিগত যে কোন সময়ের তুলনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিষদ চলছে বলে অভিমত ব্যক্ত করেন। সাথে সাথে আগামী অর্থ বছরের জন্য বিভিন্ন কাজের প্রস্তাবনা উপস্থাপন করেন। ইউপি চেয়ারম্যান আঃ আলিম বলেন, তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছেন। ১০০% না হলেও দু’একটা ত্রুটি থাকলেও প্রায় ১০০% কার্যক্রম করে এসেছেন। যে উন্নয়ন মূলক কাজ করা হয়েছে তা ছিল রেকর্ড পরিমান। এজন্য বড়দল ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদকে ভূষিত হয়েছে। আগামী দিনে বাকী কার্যক্রম সম্পন্ন করে বড়দল ইউনিয়নকে একটি সফল ইউনিয়ন হিসাবে পরিণত করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।