ব্রিটেনের রানির সঙ্গে সাক্ষাৎ করলেন মাশরাফি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এ সময় এবারের আইসিসি বিশ্বকাপে অংশ নেয়া বাকি নয়টি দলের অধিনায়কের সঙ্গেও সাক্ষাৎ করেন রানি।
বুধবার স্থানীয় সময় বিকেল ৩টায় রানির সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেসে যান ১০ অধিনায়ক।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ অন্যান্য দলের অধিনায়কেরা বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন ও রানির সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এবারের বিশ্বকাপে ১০টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
Please follow and like us: