ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের হাবিব মিয়ার বাড়িতে বুধবার রাতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম বলেন, ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল মধ্যরাতে হাবিব মিয়ার বাড়িতে হানা দেয়। এতে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘেরাও করে দুইজনকে ধরে গণধোলাই দেন। এ সময় বাকি ডাকাতরা পালিয়ে যায়। পরে দুই ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
Please follow and like us: