বাবাকে কুপিয়ে ২৫ টুকরো করল, অতপর…
সম্পত্তির প্রতি কার না লোভ নেই! থাকতেই পারে। আর তাই বলে এর জন্য নিজ বাবাকে হত্যা। তবে শুধু হত্যা করেই ক্ষান্ত হননি ওই যুবক। বাবার শরীরকে কুপিয়ে করল ২৫ টুকরো। পরে সেগুলো বস্তাবন্দী করে। আর এ জঘন্য কাজে তাকে সহযোগিতা করে চারজন বন্ধু।
ভারতের দিল্লিতে এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। শাহদরা এলাকার বাসিন্দা ওই হতভাগ্য বাবার নাম সন্দেশ আগরওয়াল। আর তার ছেলের নাম আমন আগরওয়াল।
আমনের বাবার সম্পত্তির ওপর লোভ অনেকদিনই আগে থেকেই ছিলো। প্রায়ই নিজের নামে সম্পত্তি লিখিয়ে নেয়া নিয়ে ঝগড়া হতো বাবা-ছেলের মধ্যে।
এদিকে খুনের ঘটনার পরপরই বস্তা তিনটি নিয়ে বের হতেই বাড়ির সামনে হাতেনাতে ধরা পড়ে আমন ও তার এক বন্ধু। বাকি বন্ধুরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, ৪৮ বছর বয়সী সন্দেশের দুই ছেলে ও এক মেয়ে। আমন আত্মপক্ষ সমর্থন করে বলেন, বাবা নাকি অকারণে বকাবকি করতেন তাকে। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙতেই সে খুন করে বাবাকে।
এদিকে মৃত সন্দেশের ভাইয়ের দাবি, এক মাস আগে বাবা সন্দেশ আগরওয়ালকে খুনের হুমকি দিয়েছিল আমন। কিন্তু, সে যে সত্যি সত্যিই এভাবে তার বাবাকে খুন করবে তিনি তা ভাবতেও পারেননি।
তিনি অভিযোগ করে আরো বলেন, শুধু আমন একা নয়, তার ভাবি এবং পরিবারের অন্যরাও এই খুনের সঙ্গে জড়িত রয়েছে।