দুই জনকে গলা কেটে হত্যা
দিনাজপুর বীরগঞ্জ থেকে বৃহস্পতিবার সকালে দুইটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন বিল্পব চন্দ্র রায় মাগু ও হানিফুর রহমান হানিফ। সকাল ৮টায় বীরগঞ্জের নিজপাড়ার বালাপাড়া গ্রামের সড়কের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্পব চন্দ্র রায় মাগু নিজপাড়ার বেদীপুর খোলাপাড়া গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে। আর হানিফুর রহমান হানিফ একই উপজেলার মদনপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
নিহত হানিফুর রহমান হানিফের বড় ভাই আব্দুল হালিম বলেন, হানিফ আর বিল্পব বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নাই।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন বলেন, পুলিশ তদন্তের স্বার্থে কিছু আলামত সংগ্রহ করেছে যা এই মুহূর্তে বলা যাবে না। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।